শিক্ষার মান যথেষ্ট নয় : শাহরিয়ার আলম


প্রকাশিত: ০১:৫৯ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৫

শিক্ষার মান যথেষ্ট নয় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, এ কারণেই দক্ষ মানবসম্পদ গড়ে উঠছে না। শনিবার রাজধানীর  টিসিবি অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিবিসি বাংলাদেশ সংলাপের একশ ত্রিশতম পর্বে আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

সংলাপে প্যানেল সদস্য ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, বাংলাদেশ ইন্সটিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ এবং মায়া’র সহ-প্রতিষ্ঠাতা শাহানা সিদ্দিকী।

দেশে বর্তমানে যে ধরণের রাজনীতি চলছে, তা তরুণ প্রজন্মের চিন্তা-ভাবনা এবং আশা-আকাঙ্খাকে কতটা ধারণ করতে পারছে এমন প্রশ্নের জবাবে শাহরিয়ার আলম বলেন, সরকার তরুণ সমাজের উন্নয়নকল্পে প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থায় গুরুত্বারোপ করেছে। তরুণদের শিক্ষার বিষয়টি আমলে নিয়েই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ধার্যকৃত ভ্যাট প্রত্যাহার করেছে। সরকার তরুণ সমাজকে মানব সম্পদে রূপ দিতে চায়।

বিএনপি নেতা আসাদুজ্জামান রিপন বলেন, দেশকে এগিয়ে যেতে যে চিন্তা-ভাবনা রাজনীতিকদের মধ্যে থাকা উচিত, তা নেই বলেই তরুণ সমাজ কোনো দিকনির্দেশনা পাচ্ছে না। নষ্ট রাজনীতির কারণেই তরুণ সমাজ হতাশায় ভুগছে।
আলোচক ড. নাজনীন আহমেদ বলেন, তরুণ প্রজন্ম একটি নিরাপদ, সুশৃঙ্খল জীবন চায়। কিন্তু সে পরিবেশ নেই। বর্তমানের রাজনৈতিক কর্মসূচিতে তরুণ প্রজন্মকে নেতিবাচকভাবে ব্যবহার করা হচ্ছে।

শাহানা সিদ্দিকী বলেন, আইন-কানুন বা স্বাস্থ্যসেবায় তরুণদের আগ্রহ বা চাহিদাকে গুরুত্ব দেয়া হচ্ছে না। রাজনীতিতে নিজের অধিকার এবং দায়িত্ব জানাটাও গুরুত্বপূর্ণ। কিন্তু তরুণরা সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

ওয়ালিউর রহমান মিরাজের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আকবর হোসেন। বিবিসি মিডিয়া অ্যাকশন এবং বিবিসি বাংলার যৌথ আয়োজনে অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে। এতে সাম্প্রতিক সময়ে আলোচিত বিষয়ে দর্শকরা সরাসরি প্যানেল সদস্যেদর কাছে প্রশ্ন/মতামত তুলে ধরেন।

এএসএস/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।