চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন নিয়ে
সময়ের আলোচিত নির্মাতা হাসান মোরশেদ। ক্যারিয়ারের শুরু থেকে আলোচিত সব বিজ্ঞাপন ও নাটক নির্মাণ করে শোবিজে সকলের নজরে আসেন। সম্প্রতি বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞাপন ‘ল্যাঙ্গুয়েজ ম্যাটার’ দেশ-বিদেশে বেশ সাড়া ফেলেছে। যেটি এ বছর কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শন করার পাশাপাশি ইউটিউিবেও বেশ সাড়া ফেলেছে।
এছাড়াও এই নির্মাতা প্রশংসিত হয়েছেন বেশ কিছু নাটকের মধ্য দিয়ে। তার আলোচতি নাটকের মধ্যে রয়েছে ‘জর্দা জামাল’, ‘একটি বিশেষ ঘোষণা’, ‘কালার অফ লাইফ’, ‘তিনি একজন সৌভাগ্যবান’, ‘জোৎস্নার অন্ধকারে’, ‘অপহরণের পর’, ‘সাধারণ জ্ঞান’ ও ‘শিক্ষা সফর’সহ বেশকিছু নাটক।
এরমধ্যে ‘জর্দা জামাল’ নাটকটি ২০১২ সালে মেরিল প্রথম আলো পুরস্কার এবং ‘একটি বিশেষ ঘোষণা’ ও ‘কালার অফ লাইফ’ নাটক দুটি আরটিভি স্টার অ্যাওয়ার্ড পুরস্কার অর্জন করে।
শুধু যে নাটক নির্মাণ করে আলোচনায় আসেন হাসান মোরশেদ তাই নয়, চল্লিশটিরও বেশি দর্শকনন্দিত বিজ্ঞাপন নির্মাণ করেছেন তিনি। এরমধ্যে উল্লেখযোগ্য টেলিটক, আকিজ গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, ইউএসএইড, আসিসি, প্রাণ আরএফএল, সানোয়ারা গ্রুপ, বাটারফ্লাই, মাই ওয়ান, স্বপ্নধরা আবাসন প্রতিষ্ঠানসহ বেশকিছু বিজ্ঞাপন।
পাশাপাশি ২০১৪ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশে প্রথম যে ‘ফ্ল্যাশ মব’ নির্মাণ করা হয়, তার গর্বিত নির্মাতাও হাসান মোরশেদ। আইসিসি’র হয়ে বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয় এবং একই সাথে বেশিরভাগ স্কুলের শিক্ষার্থীরাও এই ফ্ল্যাশ মব নির্মাণ করেন। ইউএসএইড-এর ‘আপনজন’ নামে একটি জনসচেতনতামুলক বিজ্ঞাপনও নির্মাণ করেন তিনি। হাসান মোরশেদ বিজ্ঞাপনের কাছাকাছি চলচ্চিত্রও নির্মাণ করতে চান। সেই পরিকল্পনা নিয়েই এগুচ্ছেনও তিনি। এখন চলছে চলচ্চিত্রের চিত্রনাট্যের কাজ। খুব শিগগিরই চলচ্চিত্রের ঘোষণা দিবেন বলে জানান তিনি।
এলএ/পিআর