টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু, কিনলেন সচিবালয়ের লোকজনও
রাজধানীর খোলাবাজারে প্রতি কেজি ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি শুরু করেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। রাজধানীর পাঁচটি স্পটে ট্রাকে করে পেঁয়াজ বিক্রি হচ্ছে।
আজ সরেজমিন সচিবালয়ের অদূরে টিসিবির ট্রাকের সামনে পেঁয়াজ কিনতে সচিবালয়ে কর্মরত সরকারি কর্মচারীরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ভিড় করতে দেখা গেছে।
সাইফুল নামের সচিবালয়ের এক কর্মচারী পেঁয়াজ কেনার পর প্রতিক্রিয়ায় বলেন, রাজধানীতে এলাকা ও বাজারভেদে দেশি পেঁয়াজের দাম ৫৫-৬৫ টাকা। টিসিবি বিক্রি করছে প্রতি কেজি ৪৫ টাকায়। কম দামে কিনতে পেরে আমরা খুশি।
সম্প্রতি ভারত সরকার পেঁয়াজের ন্যূনতম রফতানি মূল্য ৮৫০ ডলার নির্ধারণ করার পর দেশের বাজারে পেঁয়াজের দাম কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা বেড়ে যায়। বাণিজ্য মন্ত্রণালয়ে রোববার (১৫ সেপ্টেম্বর) পেঁয়াজের মূল্য নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে বৈঠক হয়। বৈঠকে সোমবার থেকে টিসিবির মাধ্যমে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত হয়। তবে প্রস্তুতি না থাকায় গতকাল খোলাবাজারে পেঁয়াজ বিক্রি সম্ভব হয়নি। তবে আজ সীমিত আকারে বিক্রি শুরু হয়েছে।
এমইউ/এসআর/জেআইএম