স্বল্প পরিসরে পেঁয়াজ বিক্রি শুরু করেছে টিসিবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৫ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৯

রাজধানীতে স্বল্প পরিসরে খোলাবাজারে পেঁয়াজ বিক্রি করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) থেকে রাজধানীর পাঁচটি স্পটে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

টিসিবির আওতায় প্রতি কেজি পেঁয়াজ ৪৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে। একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি পেঁয়াজ কিনতে পারছেন। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে, দিলকুশা বক চত্বর, খামারবাড়ি, মোহাম্মদপুর এবং মিরপুরে ট্রাকে করে পেঁয়াজ বিক্রি করছে টিসিবি।

গতকাল সোমবার (১৬ সেপ্টেম্বর) থেকে খোলাবাজারে টিসিবির মাধ্যমে পেঁয়াজ বিক্রির ঘোষণা দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। তবে সরকারের গোডাউনে পেঁয়াজের মজুত না থাকায় তা শুরু করতে পারেনি। অবশেষে আজ মঙ্গলবার থেকে সীমিত আকারে পেঁয়াজ বিক্রি শুরু করল টিসিবি।

সম্প্রতি বাজারে পেঁয়াজের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নির্দেশে ন্যায্যমূল্যে ট্রাকে করে রাজধানীর পাঁচ স্থানে পেঁয়াজ বিক্রি করেছে টিসিবি। টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল হাসান জাহাঙ্গীরের পক্ষে তার একান্ত সচিব ও টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আজ (মঙ্গলবার) সকাল ১০টা থেকে টিসিবির এ কার্যক্রম শুরুর কথা থাকলেও কোনো কোনো জায়গায় সকাল ৯টা থেকেই পেঁয়াজ বিক্রি শুরু হয়। এবার রাজধানীর পাঁচটি স্পটে টিসিবির পেঁয়াজ বিক্রির কার্যক্রম চলছে। আগামীতে স্পট আরও বাড়ানো হবে।’

টিসিবির মুখপাত্র বলেন, ‘বাণিজ্যমন্ত্রীর নির্দেশে সোমবার থেকে এ কার্যক্রম শুরুর কথা থাকলেও প্রস্তুতির অভাবে আজ মঙ্গলবার থেকে খোলাবাজারে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে।’

এমইউএইচ/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।