ক্রেস্ট পেলেন নৌপরিবহনের দুই প্রকল্প পরিচালক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫০ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৯

প্রকল্পের সন্তোষজনক অগ্রগতির কারণে নৌপরিবহন মন্ত্রণালয়ের দুই প্রকল্প পরিচালককে ক্রেস্ট দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয় ও সংস্থার প্রকল্প পরিচালকদের মধ্যে ২০১৮-১৯ অর্থবছরের সেরা দুজন প্রকল্প পরিচালককে ক্রেস্ট দেন প্রতিমন্ত্রী।

বাংলাদেশে চারটি মেরিন একাডেমি স্থাপন প্রকল্পের (পাবনা, বরিশাল, সিলেট ও রংপুর) প্রকল্প পরিচালক রফিক আহমদ সিদ্দিক এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জন্য ছয়টি জাহাজ সংগ্রহ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. ইউসুফ ক্রেস্ট পান।

crest-1

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জন্য ছয়টি জাহাজ সংগ্রহ প্রকল্পটি নির্দিষ্ট সময়ে শেষ হয়েছে। অপরদিকে, চারটি মেরিন একাডেমি স্থাপন প্রকল্পটি শেষ পর্যায়ে রয়েছে।

এ সময় নৌপরিবহন সচিব মো. আব্দুস সামাদসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএমএম/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।