নতুন বাণিজ্য সচিব জাফর উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৯

নতুন বাণিজ্য সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দিন। তাকে নিয়োগ দিয়ে সোমবার (১৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

বাণিজ্য সচিবের দায়িত্ব চালিয়ে আসা মো. মফিজুল ইসলাম গত ৮ সেপ্টেম্বর অবসরোত্তর ছুটিতে গেছেন।

জাফর উদ্দিন এর আগে অর্থ বিভাগে অতিরিক্ত সচিব (বাজেট ও সামস্টিক অর্থনীতি) হিসেবে কর্মরত ছিলেন। মধ্য মেয়াদী বাজেট কাঠামো এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনি কর্মসূচি প্রণয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি ২০০৮ সালে ফিলিপাইন্সের ইউনিভার্সিটি অব ইস্ট থেকে ব্যবসা প্রশাসনে ডক্টরেট ডিগ্রি লাভ করেন।

জাফর উদ্দিন নিরীক্ষা ও হিসাব ক্যাডারে সহকারী মহা-হিসাব রক্ষক হিসেবে ১৯৮৮ সালে কর্মজীবন শুরু করেন।

পদোন্নতি পেয়ে ক্রীড়া সচিব হলেন আখতার হোসেন

পদোন্নতি পেয়ে ক্রীড়া সচিব হলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আখতার হোসেন।

পদোন্নতির পর পদায়ন করে আরেকটি আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আরএমএম/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।