জাহাজ বাড়ি সংরক্ষণের দাবি


প্রকাশিত: ০৫:০৬ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৫
51866,52127,52475

জনমত বাড়ছে ধানমন্ডির জাহাজ বাড়িটি ভাঙার বিপক্ষে। ঐতিহ্য আর নকশায় দৃষ্টিদন্দন বাড়িটি না ভাঙার পক্ষে মত দিচ্ছেন অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ সংবাদ মাধ্যমে খরব প্রকাশের পর এই প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বাড়িটি সংরক্ষণের পক্ষে মত দিয়েছেন বেশির ভাগ সচেতন মানুষ।

তারা বলছেন, প্রয়োজনে বাড়ির মালিককে সরকারি উদ্যোগে একই পরিমাণ জমি বরাদ্দ দিয়ে হলেও বাড়িটি রক্ষা করা দরকার। এছাড়া এটিতে আরো কিভাবে ঐতিহ্য ঘেরা করা যায় সেটি ভাবা দরকার। এতে করে ধানমন্ডি লেকে পরিবার পরিজন নিয়ে অবসর কাটাতে যাওয়া মানুষ বাড়িটি ঘুরে দেখারও সুযোগ পাবেন।

ভেঙে ফেলা হচ্ছে ধানমন্ডির বিশেষ নকশার জাহাজ বাড়ি। গত সোমবার জাগোনিউজ২৪.কম এ এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়। এরপর আরো অনেক সংবাদ মাধ্যমে ছবিসহ খবর প্রকাশ হয়েছে। বিষয়টি নিয়ে অনেকটা তোলপাড় চলে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই ছবিসহ বাড়ির খবর নিজের ফেসবুক পেইজে শেয়ার করেছেন।

সূত্র বলছে, বাড়িটি ভেঙে আধুনিক নকশায় বহুতল ভবন করা হবে। বাড়িটির মালিক এর সঙ্গে চুক্তি করেছে নির্মাতা প্রতিষ্ঠান শান্তা প্রপ্রার্টিজ। কোম্পানিটির একটি সূত্র বলছে, তারা বাড়িটির জমির সকল নথিপত্র যাচাই বাছাই করে এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।

তবে বাড়িটি লেকের জমি দখল করে তৈরি হয়েছে এমন অভিযোগ প্রসঙ্গে শান্তা প্রপার্টিজের প্রকৌশল শাখার এক কর্মকর্তা বলেন, সেটি হতে পারে। তবে আমরা চুক্তি করার আগে সব কাগজ যাচাই করেই চুক্তি করেছি।

প্রত্যক্ষদর্শী তাহমিদ আকরব বলেন, বাড়িটির নকশায় একটা ঐতিহ্য আছে। এটি এই এলাকার জন্য একটি বিশেষ আকর্ষণ। জাহাজ বাড়ি বললে অনেকেই চেনেন। চিশতিয়া প্যালেস হিসেবে এর পরিচিতি নেই। তাই এটি এভাবে ভেঙে ফেলা ঠিক হচ্ছে না।

আরেক দর্শনার্থী ইকবাল হাসান বলেন, সরকার বাড়িটি রক্ষার উদ্যোগ নিতে পারে। প্রয়োজনে বাড়ির মালিককে অন্যত্র জমি বরাদ্দ দিয়ে এটি সংরক্ষণ করা যেতে পারে। এর বাইরে অনেকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বাড়িটি ভাঙার বিরুদ্ধে মত দিয়েছেন।

তারা বলছেন, এটি একটি অনন্য স্থাপনা। এটি সংরক্ষণ করে এখানে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যে ঘেরা নকশা আর ছবি দিয়ে সাজিয়ে তুললে এটি আরো প্রাণ পাবে। মানুষ ঘুরতে যাবে। যার মাধ্যমে জানতে পারবে বাংলাদেশকেও।

জানা গেছে, ১৯৯৪ সালে বাড়িটি নির্মাণ করা হয়েছে। বাড়িটির সীমানা প্রাচীর জাহাজের আদলে করা। বাড়িটির মালিক শেরে-খাজা একেএম আনোয়ারুল হক।

# ভেঙে ফেলা হচ্ছে ধানমন্ডির রহস্যঘেরা জাহাজ বাড়ি
# যেভাবে ভাঙা হচ্ছে জাহাজ বাড়ি
# যে কারণে ভাঙা হচ্ছে ধানমন্ডির জাহাজ বাড়ি

এসএ/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।