দিনাজপুরে মুদি ব্যবসায়ীর ঝলসানো মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০৯:০৭ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৫

দিনাজপুর শহরের রামনগরে ফুটবল খেলার মাঠ সংলগ্ন জঙ্গল থেকে এক মুদি ব্যবসায়ীর ঝলসানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৯ টায় এলাকাবাসী তার মরদেহ দেখতে পায়।

নিহত মুদি দোকানদারের নাম মোকলেসুর রহমান ধলা (৩০)। তিনি শহরের রামনগর এলাকার দুলু মিয়ার ছেলে।

দিনাজপুর কোতয়ালী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পারভেজ জানান, মোকলেসুর রহমান ধলা শুক্রবার রাত ৮টার সময় রামনগর বাজারের দোকানের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। রাত ১২টা পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় তাকে খোঁজখুঁজি শুরু হয়। শনিবার সকালে হৈচৈ শুনে বাড়ির লোকজন সেখানে ছুটে গেলে তার মরদেহ দেখতে পায়। মরদেহটির হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল এবং শরীরের দাহ্য পদার্থ দিয়ে পোড়ানো ছিলো।

নিহতের বড় ভাই মোকসেদ আলী জানান, তার ছোট ভাই ধলার দোকানে এসে কতগুলো বখাটে যুবক দীর্ঘদিন থেকে চাঁদা চেয়ে আসছিল। মাঝে মাঝে জিনিসপত্র কিনে টাকা না দিয়েই চলে যেত। অন্যদিকে, তাদের বাড়ির জমি নিয়ে নিকটতম আত্মীয়ের সঙ্গে বিবাদ রয়েছে। সম্প্রতি সময় বাড়ির প্রাচীর তৈরি করার সময় আত্মীয়ের সঙ্গে বিবাদ বাধে। তার সন্দেহ এ দুই কারণের মধ্যে যে কোনো একটির জন্য তার ভাইকে হত্যা করা হয়েছে।

দিনাজপুর কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) একেএম খালেকুজ্জামান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এমদাদুল হক মিলন/এসএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।