ঢাবির পরীক্ষা উপ-নিয়ন্ত্রকের মৃত্যুতে উপাচার্যের শোক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা উপ-নিয়ন্ত্রক মো. আবদুর রবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক শোকবাণীতে উপাচার্য এ শোক জ্ঞাপন করেন।
মো. আবদুর রব (৬৩) ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শনিবার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজেউন)।
শোকবাণীতে উপাচার্য বলেন, আবদুর রব বিশ্ববিদ্যালয়ের একজন নিষ্ঠাবান কর্মকর্তা ও সজ্জন ব্যক্তি ছিলেন। তিনি দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের গবেষণা কার্যক্রমে সহায়তা করে আসছিলেন। বিশ্ববিদ্যালয়ের পিএইচ ডি, এম ফিল ডিগ্রিপ্রাপ্ত গবেষকরা বিশেষ করে দেশি-বিদেশি গবেষণা তত্ত্বাবধানে নিয়োজিত বিশেষজ্ঞরা তার আন্তরিক সহযোগিতার কারণে সকলের কাছে স্মরণীয় হয়ে থাকবেন তিনি। উপাচার্য মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, আবদুর রব ১৯৫২ সালে জন্ম গ্রহণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯৮১ সালে চাকরিতে যোগদান করেন, বর্তমানে অবসরকালীন ছুটি ভোগ করছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ তাকে গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার আমতলী উপজেলার নিজ গ্রামে নামাজে জানাজা শেষে দাফন করা হবে।
এমএইচ/একে/পিআর