দ্রুত সীমানা পুনর্নির্ধারণ করে দোহারে নির্বাচনের নির্দেশ ইসির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৯

সীমানা পুনর্নির্ধারণ জটিলতার কারণে দীর্ঘ ১৯ বছর পর ১৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা জেলার দোহার পৌরসভার নির্বাচন সম্প্রতি স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)। তবে ইসি সূত্র বলছে, দ্রুত সময়ের মধ্যে এ সমস্যার সমাধান করে নির্বাচন দেয়ার নির্দেশনাও দিয়েছে এ সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

ইসির কর্মকর্তারা জানান, হাইকোর্ট এক রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে দোহার পৌরসভার নির্বাচনের নির্দেশ প্রদান করেন। সেই অনুযায়ী কমিশন এ পৌরসভার তফসিলও ঘোষণা করে। কিন্তু গত ৪ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগের এক স্মারকে পৌরসভার সীমানা পুনর্নির্ধারণ কার্যক্রম সমাপ্ত না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখার অনুরোধ জানায়। এই অনুরোধের প্রেক্ষিতে ১৪ অক্টোবর অনুষ্ঠিতব্য দোহার পৌরসভা নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত দেয় কমিশন।

দোহার পৌরসভার নির্বাচন স্থগিত করলেও এই সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত জটিলতা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে নির্বাচন পরিচালনা-২ এর উপসচিব আতিয়ার রহমানের সই করা এক নথি থেকে জানা যায়, ‘একটি রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের ৩০ এপ্রিল দেয়া আদেশে দ্রুততম সময়ের মধ্যে সম্ভব হলে তিন মাসের মধ্যে দোহার পৌরসভার সীমানা পুনর্নির্ধারণ করে নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।’

পিডি/বিএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।