মোহাম্মদপুরে হচ্ছে পার্ক-মাঠ, ব্যয় হবে সাড়ে ৪ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫২ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৯

রাজধানীর মোহাম্মদপুরের হুমায়ুন রোডে ১.৬ একর আয়তনের মাঠ-কাম-পার্কটির সংস্কারকাজ শুরু হয়েছে। চুক্তি অনুযায়ী আগামী বছর ফেব্রুয়ারি মাসের মধ্যে পার্কটির সংস্কারকাজ শেষ হওয়ার কথা। এতে ব্যয় হবে প্রায় ৪ কোটি ৪৬ লাখ টাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ঠিকাদারি প্রতিষ্ঠান ‘পি এফ কর্পোরেশন’ সংস্কারকাজটি করার দায়িত্ব পেয়েছে। চুক্তি অনুযায়ী আগামী বছর ফেব্রুয়ারি মাসের মধ্যে ১.৬ একর আয়তনের এ মাঠ-কাম-পার্কটির সংস্কারকাজ শেষ হবে। এতে ব্যয় হবে ৪ কোটি ৪৬ লাখ টাকা। সংস্কারকাজ শেষ হলে মাঠ-কাম-পার্কটিতে খেলার মাঠ, মাঠের চারপাশে ওয়াকওয়ে, শৌচাগার, ঈদগাহ-মিনার ইত্যাদি থাকবে। রাতেও যাতে এটি ব্যবহার করা যায় সেজন্য আলোকিত করার ব্যবস্থা থাকবে। বিভিন্ন শ্রেণি-পেশা এবং বয়সী মানুষের সুবিধার কথা বিবেচনা করে তাদের চাহিদা অনুযায়ী মাঠটির ডিজাইন করা হয়েছে।

Park-2

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) মোহাম্মদপুরে হুমায়ুন রোড মাঠ-কাম-পার্কের সংস্কারকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মেয়র মো. আতিকুল ইসলাম ।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে মেয়র বলেন, মাঠটির সংস্কারকাজ শেষ হলে এ এলাকার সব শ্রেণি-পেশা ও বয়সের নারী-পুরুষের খেলাধুলা, শরীর চর্চা ও বিনোদনের সুবিধা হবে। তিনি বলেন, নগরবাসীর খেলাধুলা, শরীরচর্চা এবং বিনোদনের জন্য ডিএনসিসির ২৬টি পার্ক ও খেলার মাঠের সংস্কারকাজ দ্রুত শেষ হবে। এর মধ্যে ৪টি পার্কের সংস্কারকাজ শেষের দিকে।

এ সময় অন্যদের মধ্যে স্থানীয় সংসদ সদস্য সাদেক খান, ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজান, নুরুল ইসলাম রতন প্রমুখ উপস্থিত ছিলেন।

এএস/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।