চাঁদাবাজির অভিযোগে ৩ পুলিশের বিরুদ্ধে মামলা


প্রকাশিত: ০৬:২৪ এএম, ২৩ অক্টোবর ২০১৪

রাজধানীর বংশাল থানার এক এসআইসহ (উপ-পরিদর্শক) ৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে আদালতে মামলা করেছেন এক ব্যবসায়ী। বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ অভিযোগ দায়ের করেন বংশালের হাজি আবদুল সরকার লেনের ব্যবসায়ী মো. মকবুল।

মামলায় বংশাল থানার এসআই মুরশিদ এবং কনস্টেবল মোয়াজ্জেম ও প্রদীপের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করা হয়েছে। মহানগর হাকিম মুস্তাফিজুর রহমানের আদালতে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

মামলার আর্জিতে বলা হয়, মকবুল বংশালের ‘কোয়ালিটি এক্সেসরিজ’ নামের একটি প্রতিষ্ঠান চালান। এসআই মুরশিদসহ ৩ পুলিশ সদস্য গত ২০ অক্টোবর রাত সাড়ে ১০টায় বংশালের ওই প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে মকবুলের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে রাজি না হওয়ায় তার বিরুদ্ধে ‘ইয়াবা রাখার মামলা’ করাসহ পুরনো মামলায় ‘ফাঁসিয়ে দেওয়ার’ হুমকি দেওয়া হয়।

এই পরিস্থিতিতে মকবুল ওই ৩ পুলিশকে সাড়ে ৩ লাখ টাকা দিতে বাধ্য হন বলে আর্জিতে উল্লেখ করা হয়। এছাড়া ওই সময় আসামিরা তার কাছ থেকে জোর করে একটি সাদা কাগজে সই নিয়ে যায় বলেও জানান মকবুল।

পুলিশ সদস্যদের সঙ্গে কথাবার্তা ও ঘটনা অফিসের ক্লোজড সার্কিট ক্যামেরায় ধরা পড়েছে জানিয়ে প্রমাণ হিসেবে মামলায় এসব ভিডিও টেপও আদালতে দাখিল করেছেন বাদী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।