কাকভেজা বৃষ্টিতেও স্বস্তি


প্রকাশিত: ০৩:৪২ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৫

টানা কয়েক দিনের তীব্র দাবদাহে নগর জীবন যখন অতিষ্ট তখনই রাজধানীর কয়েকটি স্থানে নেমেছে স্বস্তির বৃষ্টি। শনিবার সকাল ৮টার দিকে এ বৃষ্টিপাত হলেও বেশিক্ষণ স্থায়ী হয়নি।

দীর্ঘক্ষণ বৃষ্টির প্রত্যাশা থাকলেও সকালের মৃদু এই বৃষ্টিতে রাজধানীবাসীর মনে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে।

এদিকে, আবহাওয়া বিভাগ থেকে জানানো হয়েছে, শনিবার থেকেই গরমের তীব্রতা কমে আসবে। বজ্রসহ ঝড়ের আভাস থাকলেও ভারি বর্ষণের সম্ভাবনা নেই।

বিএমডির নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি কর্মকর্তা জানান, প্রাকৃতিক ব্যবস্থা অনুযায়ী এমন পরিস্থিতি থেকে উত্তরণের উপায় হচ্ছে বৃষ্টিপাত। এখনও আকাশে তুলনামূলক মেঘ কম। তবে ১-২ দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হতে পারে। আকাশে মেঘের পরিমাণ বাড়বে।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।