ফুটপাতে দোকান, দিনে ভাড়া পাঁচশ!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪২ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৯

চট্টগ্রামের হাটহাজারীতে ফুটপাত দখল করে অবৈধভাবে তৈরি ২৫টি দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন জাগো নিউজকে জানান, এসব অবৈধ দোকানের জন্য অস্থায়ী দোকানদারদের দৈনিক পাঁচশ টাকা ভাড়া গুণতে হতো।

ctg-(2)

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত চালানো অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন নিজেই।

ctg-(2)

তিনি বলেন, অভিযানে হাটহাজারী উপজেলার কাচারি রোডের দুই পাশের ফুটপাত দখল করে গড়ে ওঠা ২৫টি দোকান উচ্ছেদ করা হয়। রাস্তার পাশের মুদির দোকানের মালিকরা ফুটপাত দখল করে তাদের দোকান সম্প্রসারণ করেছেন, আবার কেউ কেউ ফুটপাত দখল করে অন্য দোকানিকে দিনে ৫০০ টাকা হারে ভাড়া দিয়েছেন। এ কারণে পথচারীদের চলাচলে খুব অসুবিধায় পড়তে হচ্ছিল। পরে এসব দোকান উচ্ছেদ করা হয়।

এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।