সুরমা তুমি দিয়েছ অশেষ, তোমাকে পুষ্প অভিনন্দন
বিশ্ব নদী দিবস পালন উপলক্ষে ‘দখল দূষণ অবহেলায় আমরা যেন নদীকে অসম্মান না করি’, ‘সুরমা তুমি দিয়েছ অশেষ! তোমাকে পুষ্প অভিনন্দন` ইত্যাদি স্লোগানে শুক্রবার বিকেলে সিলেটের সুরমা নদীতে পূষ্পার্ঘ অর্পণ করে নদীকে সম্মাননা জানানো হয়েছে।
সিলেট নগরের চাঁদনীঘাটে পুষ্পার্ঘ অর্পণ করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অঙ্গিকার বাংলাদেশ’। প্রতি বছর সেপ্টেম্বরের শেষ ছুটির দিনে নদী দিবস পালন করা হলেও এবছর ঈদের কারণে শুক্রবার এই কর্মসূচি পালিত হয়।
এছাড়া দেশের যমুনা, মেঘনা, ব্রহ্মপুত্র, শীতলক্ষ্যা, সুরমা, রূপসা, মধুমতি, চিত্রা, কালিগঙ্গা, নবগঙ্গা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী প্রভৃতি নদীর বিশটি স্থানে পুষ্পার্ঘ প্রদানের মাধ্যমে নদীকে অভিনন্দন জানানো হয়।
ঢাকায় শীতলক্ষ্যার কর্মসূচিতে অংশ নেন অঙ্গীকারের সভাপতি প্রকৌশলী মুহম্মদ হিলালউদ্দিন, কোষাধ্যক্ষ কামরুজ্জামান ননী, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নিয়ামত আলী খোকন প্রমুখ।
সিলেটে সুরমা নদীতে চাঁদনী ঘাটের কর্মসূচিতে অংশগ্রহণ করেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি ব্যারিস্টার আরশ আলী, কবি তুষার কর, কবি শুভেন্দু ইমাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী, সিলেট কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সমর বিজয় সী শেখর, সিলেট জেলা বারের সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হোসেন আহমদ চৌধুরী প্রমুখ।
অঙ্গীকার বাংলাদেশের পক্ষ থেকে কর্মসূচির সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মইনুদ্দিন আহমদ জালাল। সুরমা নদীতে পুষ্পার্ঘ প্রদান অনুষ্ঠানে অঙ্গিকার এর সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন বাপা, ভূমি সন্তান, প্রাধিকারের সদস্যরা।
পুষ্পার্ঘ অর্পনের আগে সমাবেশে বক্তারা বলেন, মনুষ্যসৃষ্ট দূষণ, নদীদখল ও অপরিকল্পিত নদী শাসনের কারণে দেশের নদ-নদীগুলোর অস্তিত্ব হুমকির মুখে। তাই সাধারণ মানুষের সচেতনতার পাশপাশি নদী বাঁচাতে সরকারকে এগিয়ে আসতে হবে।
ছামির মাহমুদ/এমজেড