ক্যালিফোর্নিয়ায় দাবানল : মৃতের সংখ্যা বেড়ে ৫


প্রকাশিত: ১২:০৩ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৫

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে ভয়াবহ দাবানলে আরো দুইজনের মৃতদেহ পাওয়া গেছে। এই নিয়ে প্রাকৃতিক এই দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়ালো। বৃহস্পতিবার কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।

তথাকথিত ভ্যালি ফায়ারে ওই দুজন মারা গেছে। যে দুটি বিরাট দাবানলে কয়েক হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে এবং খরা কবলিত এলাকাটির হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে, এটি তার একটি।

পুলিশ শিকারি কুকুরকে সঙ্গে নিয়ে তল্লাশি চালানোর সময় বুধবার সকালে তাদের মরদেহ উদ্ধার করে।

লেক কাউন্টির শেরিফের মুখপাত্র স্টিভেন ব্রুকস বলেন, ‘হিডেন ভ্যালি ও অ্যান্ডারসন স্পিংস এলাকায় লোকগুলোর মরদেহ পাওয়া যায়।’

এই দুই জনের মধ্যে ব্রুস বেভেন বার্নস মঙ্গলবার এবং লিওনার্দো নেফট সোমবার থেকে নিখোঁজ ছিলেন।

বিবৃতিতে আরো বলা হয়েছে, নিশ্চিত না হওয়া পর্যন্ত মরদেহগুলোর পরিচয় সম্পর্কে কাউকে কিছু জানানো হবে না।
ভ্যালি ও বুটে দাবানলে এর আগে তিন জন প্রাণ হারায়। এদের দুজন সিয়েরা নেভাদা পর্বতের পাদদেশে এবং তৃতীয় জন লেক কাউন্টিতে প্রাণ হারান।

ক্যালিফোর্নিয়া বন ও দাবানল প্রতিরক্ষা বিভাগ (ক্যালফায়ার)’র মুখপাত্র লিনেট জানান, প্রাকৃতিক এই দুর্যোগে বাস্তুচ্যুত প্রায় ১৭ হাজার মানুষ এখনো তাদের বাড়ি ফিরে যেতে পারেনি।

রাজ্যটিতে দাবানল নিয়ন্ত্রণে প্রায় ১৩ হাজার দমকল কর্মী মোতায়েন রয়েছে।

একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।