অনূর্ধ্ব ১৪ টেনিসে ইসতিয়াক চ্যাম্পিয়ন


প্রকাশিত: ১২:০১ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৫

বেঙ্গল প্লাস্টিক এশিয়ান অনূর্ধ্ব ১৪ সিরিজ টেনিস প্রতিযোগিতার বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মোহাম্মদ ইসতিয়াক। দ্বৈত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের হৃদয় হাসান ও অর্নব সাহা জুটি।

বালক এককের ফাইনালে ইসতিয়াক ৬-৪ ও ৬-২ গেমে বাংলাদেশের জুবিন ওমরকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

আর বালক দ্বৈতের ফাইনাল খেলায় হৃদয় হাসান ও অর্নব সাহা জুটি ৬-৪ ও ৬-৪ গেমে হারান বাংলাদেশের ইসতিয়াক ও নাইমুল ইসলামকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

এর আগের দিন বালিকা বিভাগে একক এবং দ্বৈত উভয় ফাইনালে জয় পেয়ে দ্বিমুকুট লাভ করেন বাংলাদেশের পপি আক্তার।

দুই পর্বের এ প্রতিযোগিতা রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে গত ৫ সেপ্টেম্বর এই প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্র হতে ২৬ বালক ও ১১  বালিকা খেলোয়াড় এতে অংশ নেয়।   
জাতীয় টেনিস কমপ্লেক্সে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী, এশিয়ান টেনিস ফেডারেশনের বোর্ড অব ডিরেক্টরসের সদস্য ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি মো. শাহরিয়ার আলম প্রধান অতিথি থেকে প্রতিযোগিতায় বিজয়ী খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরন করেন।

আরটি/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।