পররাষ্ট্র সচিব হচ্ছেন মাসুদ বিন মোমেন, রাবাব ফাতিমা জাতিসংঘে

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০২:১০ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০১৯

বাংলাদেশের পরবর্তী পররাষ্ট্র সচিব হচ্ছেন মাসুদ বিন মোমেন। বর্তমানে তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি নিসেবে নিযুক্ত আছেন। অন্যদিকে জাতিসংঘে মাসুদ মোমেনের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। কূটনৈতিক নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, ইতোমধ্যে রাবাব ফাতিমার নিয়োগ আদেশ অনুমোদন হয়েছে। তবে চলতি মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষ হওয়ার পরেই মাসুদ বিন মোমেনের নিয়োগ চূড়ান্ত হতে পারে। এরপরেই নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে যোগ দেবেন রাবাব ফাতিমা।

বর্তমান পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের স্থলাভিষিক্ত হতে যাওয়া মাসুদ বিন মোমেন পররাষ্ট্র ক্যাডারের ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

পররাষ্ট্রসচিব শহীদুল হকের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ এ বছরের ডিসেম্বর পর্যন্ত রয়েছে। তিনি পররাষ্ট্র ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা।

কূটনৈতিক সূত্র জানায়, এরই মধ্যে মাসুদ বিন মোমেনকে পররাষ্ট্র সচিব নিয়োগ দেয়ার বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের লক্ষ্যে প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন। তার এই সফর শেষে মাসুদ বিন মোমেনের পররাষ্ট্র সচিব পদে নিয়োগের বিষয়টি আরও চূড়ান্ত হতে পারে।

জেপি/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।