ঢাবির হলে আটক বহিরাগতদের ছেড়ে দিল পুলিশ


প্রকাশিত: ১০:৫১ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে আটক হওয়া সাত বহিরাগত শিক্ষার্থীকে ছেড়ে দিয়েছে পুলিশে। বৃহস্পতিবার দিবাগত রাতে হল প্রশাসন তাদের আটক করে পুলিশে দিলে কিছুক্ষণ পরেই মুচলেকা দিয়ে ছাড়া পায় বহিরাগতরা।

আটকরা হলেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের ১ম বর্ষের ছাত্র বিমান সরকার, ইতিহাস বিভাগের ২য় বর্ষের ছাত্র চিন্ময় মহান এবং দর্শন বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র সজল বিশ্বাস; চাঁদপুর কলেজের রবিন শাহ্;  ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট-এর অনয় বিশ্বাস; ধানমন্ডির স্ট্যাট ইউনিভার্সিটির সাগর সিনহা এবং অন্যজনের নাম জানা যায়নি।

এদিকে আটক সাতজন মুচলেকা দিয়ে শাহবাগ থানা থেকে রাতেই ছাড়া পেয়ে যান। ক্যাম্পাসে আর না আসার শর্তে  তাদের ছাড়া হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘সাত জনকে আটক করা হয়েছে। প্রশাসন আমাদের হাতে দিয়েছে। কিন্তু পরবর্তীতে ক্যাম্পাসে আর আসবেন না বলে মুচলেকা দেয়ায় তাদের ছেড়ে দেয়া হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেকেই তদের ছাড়া হয়। ’

এমএইচ/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।