খুলনায় বিবাহ মেলা শনিবার শুরু


প্রকাশিত: ০৯:২৬ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৫

খুলনায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে বিবাহ মেলা। শনিবার শহরের হোটেল ক্যাসল সালামে অনুষ্ঠিত হবে এ মেলা। মেলায় বিবাহ সম্পর্কিত সকল উপকরণ এক সঙ্গে দর্শকদের সামনে উপস্থাপন করা হবে। এছাড়াও থাকছে ভ্রমণসহ বিভিন্ন উপহার সামগ্রী।

শুক্রবার একই হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন মেলার আয়োজক ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম পারপেল বার্ড এর সিইও এস. এম. ইমরান হাসান।

তিনি বলেন, মেলায় খুলনাবাসীকে প্রথমবারের মতো বিবাহ সম্পর্কিত সকল উপকরণের সমাহার উপহার দেয়া, দাম্পত্য জীবনের সূচনা লগ্নে সকল প্রয়োজনীয় উপকরণের সহজ সন্ধান ও সমাধান এবং বিবাহ অনুষ্ঠান আয়োজনকারী প্রতিষ্ঠান সমূহকে সার্বিক বিষয়ে অবহিত করা হবে।

শনিবার বিকেল ৩টায় ক্যাসেল সালাম হোটেলের ব্যাংকোয়েট হলে মেলার উদ্বোধন অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি জেলা প্রশাসক জনাব মো. মোস্তফা কামাল এ মেলার উদ্বোধন করবেন। তিন দিনব্যাপি এ মেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। মেলায় কোনো প্রবেশ ফি`র প্রয়োজন হবে না।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, আর্টিসমের সিইও তাহমিদ আহমেদ, ডিরেক্টর আশফাকুর রহমান ফাহিম, রিজিওনাল ইনচার্জ নূর এ নিয়াজ শুভ, রিজিওনাল ইনচার্জ ও অপারেশন এক্সিকিউটিভ সাজজিদ আহমেদ, মিডিয়া কো-অর্ডিনেটর ও টপ ফটোগ্রাফার কাজী শান্ত, আফসারা তাসনিম, ফারদিন প্রতিক, মিউজিক অ্যান্ড ডিজে ইনচার্জ মেহেদী ইকরাম (বিকো) প্রমুখ।

আলমগীর হান্নান/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।