নাসিরের সেঞ্চুরিতে ২৫৩ রানের টার্গেট দিলো বাংলাদেশ ‘এ’


প্রকাশিত: ০৭:৪১ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৫

নাসির হোসেনের অনবদ্য সেঞ্চুরিতে ভারত ‘এ’ দলের বিপক্ষে ২৫৩ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও ব্যাটিং ব্যর্থতায় পড়ে বড় সংগ্রহ করতে পারেনি বাংলাদেশ ‘এ’ দল। অলরাউন্ডার নাসিরের দৃঢ়তায় আড়াইশ রানের কোটা পার করে সফরকারীরা।

শুক্রবার সকালে ব্যাঙ্গালোরের চিন্নাস্বোয়ামি স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশ ‘এ’ দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ভারত ‘এ’ দল।  প্রথম ওভারেই রনি তালুকদারের (০) উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় সফরকারীরা। তবে সৌম্য সরকার এবং এনামুল হক প্রাথমিক ধাক্কা সামলে নেন। দ্বিতীয় উইকেট জুটিতে ৬০ রান করার পর রিশি ধাওয়ানের বলে সাজঘরে ফেরেন সৌম্য (২৪)। এরপর ২২ রান তুলতেই ফিরে যান অধিনায়ক মুমিনুল হক (৩), এনামুল হক (৩৪) ও সাব্বির রহমান (১)। ফলে আবার চাপে পরে বাংলাদেশ ‘এ’।

ষষ্ঠ উইকেট জুটিতে লিটন দাস এবং নাসির হোসেনের ৭০ রানের জুটিতে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। কিন্তু ৩৪তম ওভারে লিটন দাস আউট হয়ে গেলে কার্যত শেষ হয়ে যায় বাংলাদেশের বড় সংগ্রহ করার আশা। তবে এক প্রান্ত আগলে রেখে শেষ পর্যন্ত ব্যাট করে বাংলাদেশকে সম্মানজনক স্কোর তুলে দেন নাসির হোসেন। সর্বোচ্চ ১০২ রান করেন এই অলরাউন্ডার। ৮৩ বলে ১২টি চার এবং ১টি ছক্কার সাহায্যে তিনি এই রান করেন। এছাড়া লিটন দাস ৫৭ বলে ৬টি চারের সাহায্যে ৪৫ রান করেন।

ভারতের পক্ষে রিশি ধাওয়ান ৪৪ রানে ৩টি উইকেট নেন। এছাড়া কর্ন শর্মা ৪০ রানে পান ২টি উইকেট।

আরটি/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।