সতর্ক করে ১০৩ কিশোরকে ছেড়ে দিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৫ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৯
ফাইল ছবি

অশ্লীল অঙ্গভঙ্গি, কটূক্তি ও যৌন হয়রানির অভিযোগে রাজধানীর হাতিরঝিল ও তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে ১১০ কিশোর-তরুণকে আটক করেছে পুলিশ। তবে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার রাতে ও শনিবার ভোরে তাদের মধ্যে ১০৩ জনকে সতর্ক করে ছেড়ে দেয়া হয়।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, ১০৩ জনের বিরুদ্ধে আগে কোনো অভিযোগ ছিল না। তাদের সতর্ক করে ছেড়ে দেয়া হয়েছে। তবে বাকি সাতজনের বিরুদ্ধে মারামারি, ছিনতাই, চুরিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তাদের হেফাজতে নেয়া হয়েছে।

তিনি জানান, ১০৩ জনের পরিবারের সদস্যদের ডেকে তাদের সতর্ক করা হয়েছে।

এর আগে শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করে থানায় নেয়া হয়।

অভিযানের বিষয়ে ওসি জানান, যাদের আনা হয়েছিল তাদের কেউ কেউ বিভিন্ন কিশোর গ্যাংয়ের সদস্য। তারা বিভিন্ন জায়গায় জটলা করে নারীদের যৌন হয়রানি, পথচারীদের নানাভাবে কটূক্তি এবং অশ্লীল ভঙ্গি করে।

এআর/এনডিএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।