মাত্র ৩৫ মিনিটে চার্জ হবে স্মার্টফোন!


প্রকাশিত: ০৬:৪৩ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৫

স্মার্টফোনের চার্জ নিয়ে বিড়ম্বনার দিন শেষ । স্মার্টফোন ব্যবহারকারীদের কথা চিন্তা করে কোয়ালকম নামের একটি প্রতিষ্ঠান স্মার্টফোনে দ্রুত চার্জ দেয়ার বিশেষ একটি চিপস আবিষ্কার করেছে। এই চিপস দিয়ে মাত্র ৩৫ মিনিটেই স্মার্টফোনের ব্যাটারি ৮০ শতাংশের বেশি চার্জ হবে।  

কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮২০, ৬২০, ৬১৮ এবং ৪৩০ প্রসেসরে মোবাইল সিস্টেম অন চিপসে (এসওসি)  ফাস্ট চার্জিং টেকনোলজি ব্যবহৃত হচ্ছে।

কোয়ালকম দাবি করছে, কুইক চার্জ ৩.০ কুইক চার্জ ১.০ এর চেয়ে দ্বিগুণ গতিতে স্মার্টফোনের ব্যাটারি চার্জ করতে পারবে। বাজারে অন্যসব প্রসেসরের তুলনায় এটি ৪০ শতাংশ বেশি দ্রুত গতিতে ব্যাটারি চার্জ করতে পারবে।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।