অগ্রণী ব্যাংকে ডাকাতি : ২১ লাখ টাকা লুটের অভিযোগ


প্রকাশিত: ০৫:২৪ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৫

অগ্রণী ব্যাংক যশোরের রাজারহাট শাখায় ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে গ্রিল কেটে ব্যাংকে প্রবেশ করে ডাকাতদল প্রায় ২১ লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

অগ্রণী ব্যাংক যশোরের ডিজিএম মো. ওয়াদুদ আলী জানান, বৃহস্পতিবার রাতে ডাকাত দল গ্যাস সিলিন্ডার দিয়ে গ্রিল কেটে ব্যাংকের ভেতরে প্রবেশ করে। এ সময় তারা ব্যাংকের নৈশকালীন দায়িত্বে থাকা দুই আনসার সদস্যকে বেঁধে ফেলে। পরে ব্যাংকের ভল্ট ভেঙে প্রায় ২১ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

Bank

যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার আককাস আলী জাগো নিউজকে জানিয়েছেন, ডাকাতির খবর পেয়ে শুক্রবার সকালে তিনি ঘটনাস্থলে গেছেন। কত টাকা খোয়া গেছে এবং কি কি লুট হয়েছে তার নিরূপণ করা হচ্ছে।

মিলন রহমান/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।