ডেঙ্গুতে মৃতদের ৩৫ শতাংশই শিশু
রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের অধিকাংশই শিশু। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) বুধবার (৪ আগস্ট) পর্যন্ত ডেঙ্গু সন্দেহে মৃত ১৯২ জন রোগীর প্রাপ্ত তথ্য-উপাত্তের মধ্যে এখন পর্যন্ত ৯৬টি মৃত্যু পর্যালোচনা করেছে। পর্যালোচনা শেষে ৫২টি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করে।
জানা গেছে, মৃতদের মধ্যে ২৮ জন পুরুষ ও ২৪ জন নারী। তাদের মধ্যে ডেঙ্গু শকড সিনড্রোমে ৩৮ জন, ডেঙ্গু হেমোরেজিক ফিভারে ৬ জন ও অন্যান্য কারণে ৮ জন মারা যান।
আইইডিসিআর বলছে, মৃত ৫২ জনের মধ্যে ৩৫ শতাংশই শিশু অর্থাৎ তাদের বয়স নবজাতক থেকে ১৪ বছর।
বয়সভিত্তিক মৃতদের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে এক বছরের কম বয়সী ১ জন অর্থাৎ (১ দশমিক ৯ শতাংশ); ১ থেকে ৪ বছর বয়সী ৫ জন (৯ দশমিক ৬ শতাংশ); ৫ থেকে ১৪ বছর বয়সী ১২ জন (২৩ দশমিক ১ জন); ১৫ থেকে ২৪ বছর বয়সী ৬ জন (১১ দশমিক ৫ শতাংশ); ২৫ থেকে ৩৪ বছর বয়সী ৯ জন (১৯ দশমিক ২ শতাংশ); ৩৫ থেকে ৪৪ বছর বয়সী ১০ জন (১৯ দশমিক ২ শতাংশ); ৪৫ থেকে ৫৪ বছর বয়সী ২ জন (৩ দশমিক ৮ শতাংশ); ৫৫ থেকে ৬৪ বছর বয়সী ৪ জন (৭ দশমিক ৭) ও ৬৪ বছরের বেশি বয়সী ৩ জন (৫ দশমিক ৮ শতাংশ) মারা যান।
এমইউ/এসআর/এমকেএইচ