বাসি শিক কাবাব, গ্রিল বিক্রি করছে থ্রি স্টার রেস্টুরেন্ট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৩ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০১৯

রাজধানীর মগবাজার মোড়ে অবস্থিত নামকরা থ্রি স্টার রেস্টুরেন্ট। প্রতিষ্ঠানটির রান্নাঘরে ঢুকেই দেখা যায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ। চারদিকে ময়লা-আবর্জনার মধ্যেই তৈরি হচ্ছে রকমারি সব খাবার। এছাড়া বিক্রি করছে বাসি শিক কাবাব, গ্রিল চিকেন।

বুধবার অভিযানে স্বচক্ষে তাদের এ অবস্থা দেখে ৭০ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল।

kabab2

এ সময় সার্বিক তত্ত্বাবধান করেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার।

আব্দুল জব্বার মণ্ডল জাগো নিউজকে জানান, আজ মগবাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বাসি শিক কাবাব, গ্রিল চিকেন বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী প্রক্রিয়াকরণের অপরাধে থ্রি স্টার রেস্টুরেন্টকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিন বিস্কুট, পাউরুটি ও কেকের মোড়কে উৎপাদন, মেয়াদোত্তীর্ণের তারিখ ও সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য লেখা না থাকায় লক্ষ্মীপুর ফুড কর্ণার নামের আরেকটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

kabab2

ভোক্তার অধিকার নিশ্চিতে আমরা কাজ করছি। যারা ভেজাল করছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী শান্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান অধিদফতরের এ কর্মকর্তা।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন হাতিরঝিল থানা পুলিশ সদস্যরা।

এসআই/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।