দেশে ফেরা হলো না হাজি জব্বারের, জেদ্দা বিমানবন্দরে মৃত্যু হলো তার
জেদ্দা বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইন্সের এসবি-৩৮১৪ ফিরতি হজ ফ্লাইটটি জেদ্দা বিমানবন্দর থেকে বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে। বিমানবন্দরে অন্যান্য হাজিদের সঙ্গে দেশে ফেরার অপেক্ষায় বসে আলাপ করছিলেন দিনাজপুরের বীরগঞ্জের বাসিন্দা মোহাম্মদ আবদুল জব্বার। হঠাৎ করেই তার প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়।
প্রথমে হাজিরা নিছক শ্বাসকষ্ট মনে করে পানি খাইয়ে বেঞ্চে শুইয়ে দেন। কিন্তু শ্বাসকষ্ট বাড়তে থাকলে খবর পেয়ে জেদ্দা বিমানবন্দরে বাংলাদেশ মেডিকেল টিমের সদস্যরা ছুটে আসেন। কিন্তু অল্প সময়ের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়ে আবদুল জব্বার মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার পাসপোর্ট নম্বর বিওয়াই ০৯৩৮২৯৫। পিলগ্রিম আইডি ০২৫৪১৭৫।
স্থানীয় সময় বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়। জেদ্দা বিমানবন্দরে কর্মরত ধর্ম মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ওই হজযাত্রীর মৃত্যুর খবর জাগো নিউজকে জানান।
নিয়মানুযায়ী মৃত্যুর পরপরই মৃতের লাশ দাফনের জন্য সৌদি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় বলে ওই কর্মকর্তা জানান।
আবদুল জব্বার হজের উদ্দেশ্যে গত ২৬ জুলাই সৌদি এয়ারলাইন্সের (এসবি-৩৮০৫) ফ্লাইটযোগে সৌদি আরব যান। আজ বিকেল পৌনে ৫টায় তার দেশে ফেরার কথা ছিল।
এমইউ/এসআর/পিআর