দেশে ফিরেছেন ৬২ শতাংশ হাজি
চলতি বছরে পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) সৌদি আরব যান।
গত ১০ আগস্ট পবিত্র হজ পালিত হয়। এরপর ফিরতি হজ ফ্লাইট শুরু হয় ১৭ আগস্ট। আগামী ১৫ সেপ্টেম্বর এ ফ্লাইট শেষ হবে।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) পর্যন্ত পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬২ শতাংশ অর্থাৎ ৭৮ হাজার ৭০৮ জন হাজি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০৪টি ও সৌদি এয়ারলাইন্সের ১১৪টি সর্বমোট ২১৮টি ফ্লাইটে তারা দেশে ফেরেন। বর্তমানে সৌদি আরবে দেশে ফেরার জন্য অপেক্ষমান হাজিদের মধ্যে ২২ শতাংশ মদিনায় ও অবশিষ্ট ১৬ শতাংশ মক্কায় অবস্থান করছেন।
চলতি বছর হজ পালন করতে গিয়ে হজের আগে ও পরে মোট ১১২ জন হাজির মৃত্যু হয়েছে। তার মধ্যে ৯৫ জন পুরুষ ও ১৭ জন নারী। তাদের মধ্যে মক্কায় ১০০ জন, মদিনায় ১১ জন ও জেদ্দায় ১ জনের মৃত্যু হয়।
এমইউ/এমএসএইচ/জেআইএম