রুট অপূর্ণ রেখে চলাচল, ৯ বাসকে ৯৮ হাজার টাকা জরিমানা
শেষ গন্তব্যস্থল পর্যন্ত না গিয়েই রুট পরিবর্তন করার অভিযোগে চট্টগ্রামে দুটি রুটের ৯টি বাসকে ৯৮ হাজার টাকা জরিমানা করেছে বিআরটিএ’র ভ্রাম্যমান আদালত।
যাত্রীদের অভিযোগ পেয়ে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) নগরের অক্সিজেন ও বহদ্দারহাট এলাকায় অভিযানে নেতৃত্ব দেন বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মনজুরুল হক।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল হক জাগো নিউজকে বলেন, শহরে চলাচল করা অনেক বাসই তাদের শেষ গন্তব্যস্থল পর্যন্ত যাচ্ছে না। বিশ্ববিদ্যালয়গামী ৩ নম্বর রুটের অনেক বাস ফতেয়াবাদ না গিয়ে অক্সিজেন থেকে ঘুরিয়ে দিচ্ছে। একইভাবে ১০ নম্বর রুটের বাসগুলো কালুরঘাট না গিয়ে বহদ্দারহাট থেকে ঘুরিয়ে দিচ্ছে। এতে ওই সকল রুটের যাত্রীরা প্রচুর ভোগান্তির শিকার হচ্ছেন।
অপরদিকে, ৫ নম্বর রুটের পারমিট নেয়া একটি বাস বহুদিন ধরে চলাচল করছে ১০ নম্বর রুটে। রুট কমপ্লিট না করে মাঝপথ থেকে ঘুরিয়ে দেয়া, এক রুটের বাস অন্য রুটে চলা ও গণপরিবহনের পারমিট নিয়ে গার্মেন্টসের রিজার্ভ ভাড়া করার অপরাধে অক্সিজেন ও বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে ৯টি বাসকে ৯৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এনএফ/জেআইএম