হিজড়াদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময়


প্রকাশিত: ০৩:০১ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৫

চট্টগ্রাম মহানগরীতে বসবাসকারী হিজড়াদের সঙ্গে মতবিনিময় করেছেন সিএমপি পুলিশ কমিশনার আবদুল জলিল মন্ডল। বৃহস্পতিবার বিকেলে সিএমপি’র সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 
মতবিনিময় সভায় পুলিশ কমিশনার বলেন, হিজড়াদেরকে সমাজে মানুষ হিসেবে স্বীকৃতি দিতে হবে। তাদের হাতকে ভিক্ষার হাতের পরিবর্তে কর্মীর হাতে পরিণত করতে সিটি করপোরেশন, চেম্বার অব কমার্স, বিজিএমইএ, বিকেএমইএ’র নেতৃবৃন্দের মাধ্যমে কর্মসংস্থান করাসহ তাদের প্রতি সাধারণ মানুষের ধারণার পরিবর্তন করার আশাব্যক্ত করেন তিনি।

এসময় হিজড়া নেত্রী পায়েল এবং ফাল্গুনী পুলিশ কমিশনার কর্তৃক এরূপ আয়োজন করার জন্য ধন্যবাদ জানান । তারা বলেন, তাদের মধ্যে অনেকে লেখাপড়া জানেন তবে অধিকাংশই অশিক্ষিত। তাদেরকে শিক্ষার ব্যবস্থা, সামাজিকভাবে বসবাসের সুযোগ, ভোটাধিকার প্রয়োগ, মৃত্যুর পরে অনেক ক্ষেত্রেই সৎকার করতে বাধাগ্রস্ত হওয়াসহ সামাজিক বিভিন্ন সুবিধা থেকে তারা বঞ্চিত হন। সরকারি চাকরি করার সুযোগ পান না তারা।

মতবিনিময় সভায় চট্টগ্রাম চেম্বার সভাপতি মো. মাহবুবুল আলম, বিজিএমইএ’র সাবেক সিনিয়র সহ-সভাপতি  মো. নাসির উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মো. আবু তৈয়ব, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র প্রফেসার মো. নেছার উদ্দিন আহম্মেদ মঞ্জু, বিকেএমইএ’র নেতৃবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।

এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।