ফেসবুকে আপত্তিকর ছবি : স্কুলে যাওয়া বন্ধ ছাত্রীর


প্রকাশিত: ০২:৫৮ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৫

বাগেরহাটের শরণখোলার তাফালবাড়ী স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্র রাব্বি জমাদ্দার (১৫) তার স্কুলের ৮ম শ্রেণির এক ছাত্রীর (১৩) ছবি তুলে তা পর্ণ ছবির সঙ্গে জুড়ে দিয়ে ফেসবুকে ছড়িয়ে দিয়েছে। আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় ওই ছাত্রীর স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। আর এ ঘটনায় ছাত্রীর পরিবার পড়েছে বিব্রতকর অবস্থায়।

এদিকে এ ঘটনায় শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার জরুরী সভা ডেকে ঘটনার সঙ্গে জড়িত ছাত্র রাব্বি জমাদ্দারকে স্কুল থেকে বহিষ্কার করেছে কতৃপক্ষ।

বিব্রতকর অবস্থায় পড়া ওই ছাত্রীর পারিবার ও তাফালবাড়ী স্কুল অ্যান্ড কলেজ সূত্রে জানা গেছে, ১৩ সেপ্টেম্বর বিকেলে ৮ম শ্রেণির ওই ছাত্রী স্কুল অ্যান্ড কলেজ থেকে প্রাইভেট পড়ে বের হওয়ার পর একই স্কুলের ৯ম শ্রেণির ছাত্র রাব্বি ও তার সহযোগী রাজিব (১৪) মোবাইলে ছবি ধারণ করে। পরে ওই ছবি কম্পিউটারের মাধ্যমে একটি পর্ণ ছবির সঙ্গে যুক্ত করে তা ফেসবুকে ছড়িয়ে দেয়। এক পর্যায়ে আপত্তিকর ছবি মোবাইলের মাধ্যমে সবার হাতে হাতে ছড়িয়ে পড়ে। বাবার হাতেও পড়ে মেয়ের এমন আপত্তিকর ছবি। মানসিকভাবে ভেঙে পড়া ওই মেয়েটি এখন লজ্জায় স্কুলে তো দূরে থাক ঘর থেকেও বের হতে পারছেনা। এঘটনায় জড়িত রাব্বি তাফালবাড়ী স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পরিষদের সদস্য আলমগীর জমাদ্দার ও রাজিব লাকুড়তলা গ্রামের সুনিল হালদারের ছেলে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোশারফ হোসেন জানান, ক্ষতিগ্রস্থ ছাত্রীর বাবার অভিযোগ পেয়ে তিনি বৃহস্পতিবার দুপুরে শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে জরুরি সভা করেছেন। এ ব্যাপারে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযুক্ত ছাত্রকে বিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। ঘটনা তদন্তে পরিচালনা পরিষদের সদস্য ফরিদ খান মিন্টুকে আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিনদিনের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এরপর প্রয়োজনে জড়িতদের নামে থানায় মামলা করবে।

মেয়েটির বাবা মুঠোফোনে জানান, বানানো ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর থেকে তার মেয়ে গোসল ও খাওয়া বন্ধ করে দিয়েছে। মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছে সে। তিনি নিজেও লজ্জায় মুখ দেখাতে পারছেন না।

এ ব্যাপারে কলেজ অধ্যক্ষের কাছে তিনি ১৫ সেপ্টেম্বর লিখিত অভিযোগ করেছেন। বখাটে রাব্বি ও তার সহযোগীদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানিয়েছেন তিনি।

শওকত আলী বাবু/ এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।