৯৫ ভাগ শ্রম অভিযোগ নিষ্পত্তির দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৫ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০১৯

গত সাত মাসে প্রাপ্ত শ্রম অভিযোগের ৯৫ ভাগ নিষ্পত্তি করা হয়েছে বলে দাবি করেছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর (ডাইফ)।

মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে শ্রম অভিযোগ ব্যবস্থাপনা ও অভিযোগ নিষ্পত্তি বিষয়ক কর্মশালায় অধিদফতরের মহাপরিদর্শক শিবনাথ রায় একথা বলেন। ডাইফের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মহাপরিদর্শক বলেন, ‘গত ৩১ জানুয়ারি অধিদফতরে শ্রম সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য পাঁচ ডিজিটের (১৬৩৫৭) টোল ফ্রি হেল্প লাইন চালু করা হয়। ওই হেল্প লাইনের মাধ্যমে গত ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৭৭১টি অভিযোগ আসে, এরমধ্যে প্রাসঙ্গিক বিবেচনায় ৭৩৭টি অভিযোগ নিষ্পত্তি করা হয়।’

কর্মশালায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার নীরান রামযুথান বলেন, ‘অভিযোগ ব্যবস্থাপনায় ইতোমধ্যে আমাদের বেশ সাফল্য অর্জিত হয়েছে। তবে কিছু চ্যালেঞ্জও রয়ে গেছে। আমাদের লক্ষ্য হচ্ছে চ্যালেঞ্জগুলো পর্যালোচনার মাধ্যমে অভিযোগ ব্যবস্থাপনা সিস্টেমকে আরও স্বচ্ছ, শ্রমিকবান্ধব ও ফলপ্রসূ করা।’

কলকারখানা অধিদফতরের মহাপরিদর্শকের সভাপতিত্বে কর্মশালায় অধিদফতরের অতিরিক্ত মহাপরিদর্শক মো. জয়নাল আবেদীন (যুগ্ম সচিব), উপমহাপরিদর্শকরা, শ্রম পরিদর্শক, আইএলও’র প্রতিনিধি এবং দেশি বিদেশি স্টেক হোল্ডাররা উপস্থিত ছিলেন। আইএলও-এর আরএমজি প্রোগ্রাম-এর কারিগরি সহায়তায় কর্মশালাটি হয়।

আরএমএম/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।