উত্তর আয়ারল্যান্ড যাচ্ছেন ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২২ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০১৯

উত্তর আয়ারল্যান্ড অ্যাসেম্বলিতে যোগ দিতে ঢাকা ত্যাগ করছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি ঢাকা ত্যাগ করবেন।

যুক্তরাজ্য ভিত্তিক গবেষণামূলক প্রতিষ্ঠান ‘স্টাডি সার্কেল’-এর আয়োজনে উত্তর আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্টে অনুষ্ঠিত অ্যাসেম্বলিতে ‘বাংলাদেশ-এ গোল্ডেন জার্নি টু ডেভেলপমেন্ট’ শীর্ষক এক সেমিনারের প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন ভূমিমন্ত্রী।

ভূমি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী যুক্তরাজ্যের অন্যতম সাংবিধানিক রাজ্য উত্তর আয়ারল্যান্ড। সেমিনারটি আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরও বলা হয়, সেমিনারে ভূমিমন্ত্রী গত এক দশকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে বক্তব্য দেবেন। এছাড়াও বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানাবেন তিনি।

আরএমএম/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।