র্যাব-মাদক ব্যবসায়ী গোলাগুলির পর উদ্ধার ১২ হাজার লিটার মদ
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালাতে গিয়ে মাদক ব্যবসায়ীদের বাধার সম্মুখিন হয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এক পর্যায়ে গুলি বিনিময়ের ঘটনাও ঘটে। পরে সেখানে দেশীয় মদের কারখানার সন্ধান ও ১২ হাজার লিটার দেশীয় মদ জব্দ করে র্যাব-৪ এর একটি দল।
র্যাব-৪ এর এএসপি সাজেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২ সেপ্টেম্বর) দিনগত রাত ৯টায় রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় বালুর নদীর পাড় কাঁশবনের ভেতর থেকে দেশীয় মদ উৎপাদন ও সংরক্ষণাগারে র্যাব-৪ অভিযান পরিচালনা করে। অভিযান চলে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত।
অভিযানের বিবরণ দিয়ে এএসপি সাজেদুল বলেন, র্যাব-৪ এর সাদা পোশাকধারী একটি দল সেখানে পৌঁছালে মাদক ভর্তি ট্রলার থেকে মাদক ব্যবসায়ীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। পরে র্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে।
র্যাব মাদক ব্যবসায়ীদের ধাওয়া করলে তারা মাদক ভর্তি ট্রলারযোগে পালিয়ে যায়। তাৎক্ষণিক কোনো নৌযান না থাকায় মাদক ব্যবসায়ীদের ধাওয়া করা সম্ভব হয়নি। মাদক ব্যবসায়ীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
তবে বসুন্ধরা আবাসিক এলাকায় বালু নদীর পাড় কাঁশবনের ভেতর দেশীয় মদ উৎপাদন ও সংরক্ষণাগারের সন্ধান পাওয়া যায়। সেখানে বিভিন্ন স্থানে তল্লাশি করে মাটির নিচে কৌশলে রক্ষিত ৬০টি ড্রামে প্রায় ১২ হাজার লিটার দেশীয় মদ জব্দ করা হয়।
জেইউ/আরএস/এমএস