তিন সপ্তাহে প্রবাসী আয় ৯৫ কোটি ডলার


প্রকাশিত: ০১:৫০ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৫

গত ১৭ দিনে প্রবাসী আয় দেশে এসেছে ৯৪ কোটি ৬৭ লাখ ডলার। যা মাইল ফলক হিসেবে দেখছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে বৃহস্পতিবার এ তথ্য পাওয়া গেছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, দেশে পরিবার পরিজন যাতে ঈদ আনন্দ ভালোভাবে উদযাপন করতে পারেন তার জন্য প্রবাসী আয় বেড়েছে। কেননা আর কয়েকদিন পরেই মুসলমানদের বড় ধর্মীয় উৎসব কোরবানির ঈদ।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, চলতি মাসের প্রথম ৫ দিনে প্রবাসী আয় আসে ১৮ কোটি ডলার। আর পরের ১১ তারিখ পর্যন্ত আসে ৫০ কোটি ডলার। সবশেষ বৃহস্পতিবার প্রবাসী আয় দাঁড়ালো ৯৪ কোটি ডলারের ওপরে।

গত মাসেও প্রবাসী আয় কিছুটা কমেছিলো। তবে সেপ্টেম্বর মাসে প্রবাসী আয় নতুন মাইল ফলক ছুতে পারে বলে সূত্র জানিয়েছে।

জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র এএফএম আসাদুজ্জামান জানান, ঈদকে কেন্দ্র করে প্রতি বছরই প্রবাসী আয় বাড়ে। তারই ধারাবাহিকতায় এবারও বেড়েছে।

এসএ/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।