ডেঙ্গু চিকিৎসায় যুগোপযোগী গাইডলাইন প্রণয়নের সিদ্ধান্ত

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:২৮ পিএম, ০২ সেপ্টেম্বর ২০১৯

গত কয়েক মাসের তুলনায় বর্তমানে সারাদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা কমে যাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা মনিটরিং সেল। একই সঙ্গে ডেঙ্গু চিকিৎসায় যুগোপযোগী গাইডলাইন প্রণয়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনের নিচতলায় আওয়ামী লীগের ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা মনিটরিং সেলের এক সভায় এ সন্তোষ প্রকাশ করা হয়।

সভায় ডেঙ্গু মনিটরিং সেলের পক্ষ থেকে ডেঙ্গুর চিকিৎসা বিষয়ে চিকিৎসকদের জন্য একটি যুগোপযোগী গাইডলাইন প্রকাশ করার সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক এবং বিএমএর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। এছাড়া কমিটির সদস্য অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, ডা. মো. শারফুদ্দিন আহমেদ, ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, ডা. মোহাম্মদ ইহতেশামুল হক চৌধুরী, ডা. এম এ আজিজ, ডা. আলী আজগর মোড়ল, ডা. আব্দুর রউফ সরদার, ডা. এম নজরুল ইসলাম, ডা. তারিখ মেহেদী পারভেজ ও ডা. মোহাম্মদ শেখ শহীদুল্লাহ উপস্থিত ছিলেন।

বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা প্রদানকারী চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এমইউ/আরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।