বরিশালে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা


প্রকাশিত: ০১:১২ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৫

বরিশাল নগরীর বগুড়া রোড এবং মুন্সীর গ্যারেজ এলাকায় নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে আটটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১০ কেজি পলিথিন জব্দ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে পরিবেশ অধিদফতরের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আ. রউফ মিয়া।

পরিবেশ অধিদফতরের পরিচালক সুকুমার বিশ্বাস জানান, নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে খলিল স্টোর, খান স্টোর, স্নেহা ডিপার্টমেন্টাল স্টোর, সৌরভ স্টোরের মালিককে দুই হাজার টাকা করে আর তালুকদার স্টোর ও আকন স্টোরের মালিকদের এক হাজার টাকা এবং ৫০০ টাকা করে জরিমানা করা হয় আকরাম হোটেল ও বৈরাগী হোটেলের সত্ত্বাধিকারীকে।

এসব দোকান থেকে ১০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয় বলে জানান, পরিবেশ অধিদফতরের পরিচালক সুকুমার বিশ্বাস।

সাইফ আমীন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।