প্রাইম মুভার চালক হত্যায় মূল আসামি গ্রেফতার, ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০২:৫৩ পিএম, ০২ সেপ্টেম্বর ২০১৯

চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রাইম মুভার ট্রেইলার চালককে গুলি করে হত্যার ঘটনায় মূল আসামি মো. মাসুদকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে চট্টগ্রাম আদালত চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।

সীতাকুন্ড মডেল থানার ওসি (তদন্ত) শামীম শেখ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধান আসামি গ্রেফতার হওয়ায় এ ঘটনার প্রতিবাদে প্রাইম মুভার চালক ও শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে বলে জাগো নিউজকে জানিয়েছেন চট্টগ্রাম প্রাইম মুভার ও ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী।

এর আগে আজ ভোর ৬টা থেকে ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দর ও বেসরকারি কনটেইনার ডিপোগুলোতে পণ্য পরিবহন বন্ধ ছিল।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানান, বেসরকারি প্রাইম মুভার চালকদের কর্মবিরতির কারণে দুপুরের আগ পর্যন্ত অফ-ডক থেকে পণ্যভর্তি কনটেইনার বন্দরে পাঠানো বন্ধ ছিল। তবে বন্দর জেটিতে কার্গো হ্যান্ডলিং, ও বহির্নোঙরে লাইটারিং স্বাভাবিক রয়েছে।

এর আগে গত ২৮ আগস্ট রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টোল রোডে সীতাকুণ্ড (চট্টগ্রাম-৪) আসনের এমপি দিদারুল আলমের মালিকানাধীন ট্রাক ডিপো ‘দিদারুল আলম ব্রাদার্স’-এ গুলি করে এক প্রাইম মুভার চালককে হত্যা করা হয়। নিহত মো. শাহজাহান সাজু এমপির মালিকানাধীন তাহছিন এন্টারপ্রাইজের চালক ছিলেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী শাহিদা আক্তার ডিপোর ফোরম্যান মো. মাসুদকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।