২৬ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:২৩ এএম, ০২ সেপ্টেম্বর ২০১৯

ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টার সময় ২৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিএসএফ। ইতোমধ্যে তাদের ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন দেশটির আদালত।

শনিবার ভোরে পশ্চিমবঙ্গেরউত্তর ২৪ পরগণা জেলার স্বরূপনগরের আমুদিয়া সীমান্ত এলাকায় তাদের আটক করা হয়।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কাজের খোঁজে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন তারা। শনিবার ভোরে দালালের হাত ধরে সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন তারা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) দেখতে পেয়ে পালিয়ে যান দালাল। তবে ২৬ বাংলাদেশি ধরে ফেলে বিএসএফ।

এরপর আটকদের স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয়া হয়। বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল-হেফাজতের নির্দেশ দেন।

জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।