সড়কে আইন ভঙ্গ, এক মাসে ৮৬ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:৩৮ পিএম, ০১ সেপ্টেম্বর ২০১৯

চট্টগ্রাম নগরে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ২৪ হাজার ২৪৫টি মামলা হয়েছে। এসব মামলায় আইন লঙ্ঘনকারীদের কাছ থেকে ৮৬ লাখ ৫৫ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগ।

গত আগস্ট মাসে ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করে। রোববার (০১ সেপ্টেম্বর) সিএমপির অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানানো হয়েছে, যানজট নিরসনসহ সুষ্ঠু ট্রাফিক কার্যক্রম পরিচালনার জন্য সিএমপির ট্রাফিক (উত্তর ও বন্দর) বিভাগে কর্মরত সকল পুলিশ সদস্য নিরলসভাবে অর্পিত দায়িত্ব পালন করে আসছে।

নগরীর যানজট নিরসনসহ ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে সিএমপির ট্রাফিক বিভাগকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ করা হয়।

এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।