ছাদে রেলভ্রমণ, চট্টগ্রামে ছয় যাত্রীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ০১ সেপ্টেম্বর ২০১৯

চট্টগ্রামে ছাদে রেলে ভ্রমণচেষ্টার দায়ে ছয় যাত্রীকে দুই হাজার ৫৫০ টাকা জরিমানা করেছেন রেলওয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১ সেপ্টেম্বর) চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন।

সকাল থেকে চট্টগ্রাম ছেড়ে যাওয়া চট্টলা এক্সপ্রেস, সুবর্ণ এক্সপ্রেস, বিজয়, উদয়ন এক্সপ্রেস, মেইল ট্রেনে এ অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন জানান, রেলওয়ে কর্তৃপক্ষ রেলের ছাদে উঠে ভ্রমণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে। তাদের পক্ষ থেকে এ বিষয়ে স্টেশনেও নোটিশ প্রদান করা হয়েছে। এরপরও আজ রেলস্টেশনে অভিযান চালিয়ে ছাদে রেলভ্রমণের চেষ্টা করতে দেখা গেছে। এ অভিযোগে ছয় ব্যক্তিকে দুই হাজার ৫৫০ টাকা জরিমানা করা  হয়েছে।

প্রসঙ্গত, গত ২৯ আগস্ট ট্রেনের ছাদে ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ করার কথা জানায় বাংলাদেশ রেলওয়ে। যদিও আগে থেকেই ছাদে ভ্রমণ ছিল দণ্ডনীয় অপরাধ। এবার রেলমন্ত্রীর নির্দেশে এ কঠোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। গঠন করা হয়েছে বিশেষ টাস্কফোর্স। আজ (১ সেপ্টেম্বর) থেকে টাস্কফোর্সের অভিযানে শুরু হয়েছে।

আবু আজাদ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।