মোহাম্মদপুরে ডিএনসিসির অভিযান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ০১ সেপ্টেম্বর ২০১৯

অবৈধ স্থাপনা উচ্ছেদে মোহম্মদপুর তাজমহল রোডের সি-ব্লকের খেলার মাঠ ও পার্কে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

রোববার (১ সেপ্টেম্বর) ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

dncc

দীর্ঘদিন ধরে তাজমহল রোডের মাঠটি সংস্কার কাজ করা হলেও অবৈধ স্থাপনার জন্য কাজটি শেষ হচ্ছিল না। মাঠের ভেতরে বেশ খানিকটা জায়গা অবৈধভাবে দখল করে একটি বড় রান্নাঘর ও দুটি দোকান তৈরি করা হয়। মাঠ সংস্কারের জন্য ইতোপূর্বে একাধিকবার সংশ্লিষ্টদের এ বিষয়ে নোটিশ করা হলেও তারা কর্ণপাত করেনি। এ অবস্থায় আজকের অভিযান পরিচালনা করা হলো।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার জানান, উচ্ছেদ অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সর্বাত্মক সহায়তা প্রদান করে। ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যহত থাকবে।

dncc

অভিযানে আরও উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আলেয়া সারোয়ার ডেইজি, ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম রতন, প্রধান রাজস্ব কর্মকর্তা আব্দুল হামিদ মিয়া, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মাসুদ হোসেন, সম্পত্তি কর্মকর্তা সগির হোসেন।

এএস/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।