‘মশা মারতে’ বাজেট দ্বিগুণ করলো সিটি কর্পোরেশন
২০১৯-২০২০ অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বাজেটে মশক নিয়ন্ত্রণ কার্যক্রমের (মনিটরিং/সার্ভাইলেন্সসহ) বাজেট দ্বিগুণের বেশি বৃদ্ধি করা হয়েছে। রোববার দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে এই বাজেট ঘোষণা করেন মেয়র সাঈদ খোকন।
বাজেটে মশক নিয়ন্ত্রণের জন্য ৪৩ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। গত বছর সংশোধিত বাজেটে বরাদ্দের পরিমাণ ছিল মাত্র ১৯ কোটি ৫২ লাখ টাকা।
বাজেটে জ্বালানিসহ মশক ওষুধের জন্য ৩৮ কোটি টাকা, কচুরিপানা, আগাছা পরিষ্কার ও পরিচর্যার জন্য ১ কোটি ৩০ লাখ এবং ফগার, হুইল, স্প্রে মেশিন পরিবহনের জন্য ৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
মেয়র সাঈদ খোকন বলেন, ডেঙ্গুর কারণে যারা আমাদের ছেড়ে চলে গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা এখনো অসুস্থ তাদের সুস্থতা কামনা করছি। মশার উৎপাত কমাতে এবার দ্বিগুণ বাজেট রাখা হয়েছে। এছাড়াও এবছর মশক নিয়ন্ত্রণে লার্ভা ধ্বংসসহ অভিযান জেল-জরিমানা চলমান আছে। এবার সিটি কর্পোরেশন সারাবছর মশক নিধন নিয়ে গবেষণার জন্য পৃথক একটি বিভাগ খুলে ও পৃথক জনবল নিয়োগ করা হবে।
আগামী ২০১৯-২০২০ অর্থ বছরের জন্য সিটি কর্পোরেশন মোট ৩ হাজার ৬৩১ কোট ৪০ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে।
এআর/এএস/এসএইচএস/পিআর