পশুর ট্রাকে হাটের নাম লিখতে হবে


প্রকাশিত: ১০:৩৪ এএম, ১৭ সেপ্টেম্বর ২০১৫

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, অনেক সময় এক হাটের পশু জোড়পূর্বক অন্য হাটে নামিয়ে নেয়া হয়। তাই পশুবাহী ট্রাকে হাটের নাম সম্বলিত ব্যানার লাগাতে হবে।

বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, অনেক পশুর হাটে অতিরিক্ত হাসিল নেয়া হয়, চাঁদাবাজি করা হয়। এসব দেখামাত্র পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। হাট মালিকদের প্রতি আহ্বান জানাই তারা যেন হাসিলের পরিমাণ সম্বলিত বড় ব্যানার হাটের বিভিন্ন স্থানে ঝুলিয়ে দেন।

হাটের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে মহানগর গোয়েন্দা (ডিবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও র্যাবের সঙ্গে সমন্বয় করা হবে। ১৮ সেপ্টেম্বর শুক্রবার থেকে তারা কাজ শুরু করবে। প্রতিটি হাটে সিসিটিভি ক্যামেরাসহ পুলিশের কন্ট্রোল রুম থাকবে। হাটের আশপাশের ব্যাংকগুলোকে নিরাপত্তা দেয়ার কথা জানান কমিশনার।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ডিএমপির অতিরিক্ত কমিশনার ইব্রাহিম ফাতেমী, যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃঞ্চ পদ রায় ও (অপারেশন্স) মীর রেজাউল আলম।

এআর/একে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।