বিমানবন্দরে সেবার মান উন্নত হয়েছে : মাহবুব আলী

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:২২ পিএম, ৩১ আগস্ট ২০১৯

বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী জানিয়েছেন, শিগগিরই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল নির্মাণের কাজ শুরু হবে। শাহজালালে যাত্রীসেবার মান আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। বর্তমানে কোনো যাত্রীর লাগেজ যাতে খোয়া না যায় সে জন্য সার্বক্ষণিক মনিটরিং করা হয়। তৃতীয় টার্মিনাল নির্মিত হলে সেবার মান আরও বাড়বে।

সম্প্রতি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহমদাবাদ ইউনিয়নে স্কুল ও রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

মো. মাহবুব আলী বলেন, এবার হজযাত্রায় কোনো যাত্রী হয়রানির শিকার হননি। অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে হজযাত্রীদের সেবা দেয়া হয়েছে। আর এ কাজ সার্বক্ষণিক মনিটর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যাত্রীসেবার মান বৃদ্ধি অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, শুধু হজের ক্ষেত্রে নয়, সবসময় যাত্রীদের প্রত্যাশা অনুযায়ী সেবা দেয়ার চেষ্টা করা হচ্ছে।

আরএম/আরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।