সেন্সর ছাড়পত্র পেল আশিকি


প্রকাশিত: ০৯:৩৬ এএম, ১৭ সেপ্টেম্বর ২০১৫

দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত ‘আশিকি’ ছবিটি কোনোরকম কর্তন ছাড়াই সেন্সর থেকে ছাড়পত্র পেয়েছে। বৃহস্পতিবার দুপুরে জাগো নিউজকে এমন তথ্য নিশ্চিত করেছেন ছবিটির বাংলাদেশি পরিচালক ও জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।

জাগো নিউজকে তিনি বলেন, ‘ঈদে ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা আগে থেকেই ছিল। গতকাল সেন্সর থেকে আনকার্ট ছাড়পত্র লাভের মাধ্যমে সেটা নিশ্চিত হয়েছে। এবার মুক্তি দেয়ার পালা।’

তিনি আরো বলেন, ‘আমরা বাংলাদেশে ১২০টি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা ফেঁদেছি। তাছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন হলে তো মুক্তি পাবেই’।

যৌথ প্রযোজনায় নির্মিত ‘আশিকি’ চলচ্চিত্রটি বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার পাশাপাশি ভারতের এস কে মুভিজ প্রযোজনা করেছে।  এছাড়া পরিচালক হিসেবে আব্দুল আজিজের সঙ্গে রয়েছে ওপার বাংলার নির্মাতা অশোক পতি। ছবিতে বাংলাদেশের নাবাগত নায়িকা নুসরাত ফারিয়ার বিপরীতে অভিনয় করেছেন কলতাকার অঙ্কুশ। এছাড়া মৌসুমী, রজতাভ দত্ত, রেবেকা, রাজাসহ অনেকে।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।