শাহজালালে ৪০ লাখ টাকার মোবাইল ও সিগারেটসহ আটক ১

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৫৮ পিএম, ৩০ আগস্ট ২০১৯

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৭৪ কার্টুন আমদানি নিষিদ্ধ সিগারেট, ৯৬ পিস মোবাইল ও ৪টি ল্যাপটপসহ এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে দুবাই থেকে আসা আবুল কাশেম (৩৯) নামে ওই যাত্রীকে আটক করা হয়। তার বাড়ি ফেনি জেলার ফুলগাজী থানাধীন মনিপুর (আমজাহাট) গ্রামে। পিতার নাম মোহাম্মদ আব্দুল কাদের।

বিষয়টি নিশ্চিত করে শাহজালাল বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) মো. আলমগীর হোসেন জানান, কুয়েত এয়ারের একটি বিমানে (কেইউ ২৮৫) ঢাকায় আসেন আবুল কাশেম। আটকের পর তিনি এই সিগারেট দুবাই থেকে এনেছেন বলে স্বীকার করেছেন। সিগারেটগুলো ইজি স্পেশাল গোল্ড, ইজি স্পেশাল লাইট ও ৩০৩ এস এস ব্রাউন ব্র্যান্ডের। আটক মোবাইল শাওমির বিভিন্ন মডেলের বলে জানা গেছে।

আলমগীর হোসেন জানান, আটক সিগারেট ও মোবাইলের আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা। আটক আবুল কাশেমের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনের চোরাচালান বিরোধী ধারায় মামলার প্রক্রিয়া চলছে।

জেইউ/এমএসএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।