হাটের চৌহদ্দি পার হলে পশু যাবে থানায়
কোরবানির পশু হাটের চৌহদ্দির ভেতরে না রেখে রাস্তায় নেয়া হলে সেই পশু আটক করে থানায় নেয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। বৃহস্পতিবার ডিএমপি’র মিডিয়া সেন্টারে ঈদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘সাকসেস হবো কিনা জানি না, তবে শতভাগ চেষ্টা করবো পশু যেন রাস্তায় না বসে। প্রথমে বলবো পশু যেন হাটের চৌহদ্দির ভেতরে নিয়ে যাওয়া হয়। এরপরেও না শুনলে পশু আটক করে থানায় নেয়া হবে।’
ডিএমপি কমিশনার বলেন, রাজধানীতে এবার ২৩টির বেশি হাট বসতে দেয়া হবে না। পশুর হাট যেন রাস্তার উপর না বসে সেজন্য সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।
এরপরেও যদি রাস্তায় পশুর হাট বসানো হয় তবে মালিক ও ইজারাদারকে অনুরোধ করা হবে হাটের চৌহদ্দির ভেতরে পশু নিয়ে যাওয়ার জন্য এরপরেও না হলে পশু আটক করে থানায় নেয়া হবে।
তিনি বলেন, কোরবানির ঈদ উপলক্ষে অধিক মুনাফা লাভের আশায় কিছু অসাধু ব্যবসায়ী ওষুধ খাইয়ে পশু মোটাতাজা করে হাটে নিয়ে আসে। এ ধরনের পশু, মালিক ও ব্যবসায়ীকে ধরতে পশু চিকিৎসক থাকবে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতও কাজ করবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত কমিশনার ইব্রাহিম ফাতেমী, যুগ্ম কমিশনার(ক্রাইম) কৃঞ্চ পদ রায় ও মীর রেজাউল আলম (অপারেশন্স) ও ডিএমপির উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম।
জেইউ/এসএইচএস