২ শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেতন পাচ্ছেন এক শিক্ষক


প্রকাশিত: ০৮:২৯ এএম, ১৭ সেপ্টেম্বর ২০১৫

জেলার রূপসা উপজেলার সীমান্তবর্তী ফজিলাতুন্নেছা মহিলা মহাবিদ্যালয়ের সহকারী শিক্ষক বোরহান উদ্দিন একই সঙ্গে দুটি সরকারি প্রতিষ্ঠান থেকে বেতন গ্রহণ করছেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে তদন্ত হলেও কলেজ কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গত দেড় বছরেও গ্রহণ করেনি।

সূত্র জানায়, রূপসা উপজেলার সীমান্তবর্তী ফকিরহাট উপজেলার ফজিলাতুন্নেছা মহিলা মহাবিদ্যালয়ের সহকারী শিক্ষক বোরহান উদ্দিন কলেজে চাকরি করার পাশাপাশি কয়েক বছর আগে নিজেই রাজিব কম্পিউটার অ্যান্ড কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চালু করেন। যা পরবর্তীতে সরকারি অনুমোদন লাভ করে। তিনি নিজেই প্রতিষ্ঠানের পরিচালক। এই প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সময়ে তিনি ভূয়া সনদ পত্র দিয়েও অর্থ হাতিয়ে নিয়েছেন বলে সূত্র জানিয়েছে।

সূত্র আরো জানায়, দুই প্রতিষ্ঠান থেকে সরকারি অর্থ গ্রহণের অভিযোগে রাজিবের বিরুদ্ধে জেলা পর্যায়ে তদন্ত চললেও কলেজ কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ অমিত রায় চৌধুরী জাগো নিউজকে বলেন, তার বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্তে যে সুপারিশ করা হবে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, আমরা তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছি।

তবে রাজিব এখন আর রাজিব কম্পিউটারের পরিচালক নন। তিনি সব কিছু অন্যের কাছে হস্তান্তর করেছেন। তার নামে এখন মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে।

আলমগীর হান্নান/এমজেড

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।