আবাবিল হজ এজেন্সির লাইসেন্স বাতিল

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ২৯ আগস্ট ২০১৯

জাতীয় হজ ও ওমরাহ নীতি লঙ্ঘনের অভিযোগে বেসরকারি হজ এজেন্সি আবাবিল ওভারসিজ লিমিটেডের (লাইসেন্স নং ০১৬) জামানত বাজেয়াপ্তসহ লাইসেন্স বাতিল করেছে ধর্ম মন্ত্রণালয়।

বুধবার (২৮ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শিব্বির আহমদ উসমানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জামানত বাজেয়াপ্ত ও লাইসেন্স বাতিল করা হয়।

আবাবিল ওভারসিজের মালিক মোহাম্মদ সাইফুদ্দিন ২০১৮ সালে প্রতিস্থাপনের মাধ্যমে হজে পাঠানোর কথা বলে মোহাম্মদ শামস উদ্দিনের কাছ থেকে ৭ লাখ টাকা জমা নিয়ে হজে পাঠাননি। এ বিষয়ে ভুক্তভোগী ধর্ম মন্ত্রণালয়ে অভিযোগ দাখিল করলে তদন্তে অভিযোগ প্রমাণিত হয়। তদন্ত প্রতিবেদনে লাইসেন্স বাতিল ও জামানত বাজেয়াপ্তের সুপারিশ করা হয়।

চলতি বছরের ৪ ফেব্রুয়ারি কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না -তা সাতদিনের মধ্যে জানানোর কারণ দর্শানোর নোটিশ প্রদান করে ধর্ম মন্ত্রণালয়। এছাড়া একাধিকবার তাগিদপত্র প্রদান করলেও এজেন্সি কারণ দর্শানোর জবাব দেয়নি এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ গ্রহণ করেনি।

পরে তাদের লাইসেন্স বাতিল ও জামানত বাজেয়াপ্ত করা হয়।

এমইউ/আরএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।